Loksabha Election 2024: অসম থেকে বাংলায় ভোট-প্রচারে আসা দুই বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ উঠল কেশিয়াড়ি থানার পুলিশের বিরুদ্ধে
অসম থেকে বাংলায় ভোট-প্রচারে আসা দুই বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ উঠল কেশিয়াড়ি থানার পুলিশের বিরুদ্ধে। গত ১১ মে থেকে কেশিয়াড়ি বিধানসভা এলাকায় প্রচার করছেন অসমের হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান-সহ ২ জন। অভিযোগ, গতকাল কেশিয়াড়িতে যে হোটেলে তাঁরা ছিলেন সেখানে তিন-তিনবার হানা দেয় পুলিশ। চতুর্থবার এসে কেশিয়াড়ি থানায় তুলে নিয়ে গিয়ে ৯-১০ ঘণ্টা বসিয়ে রাখা হয় দুই বিজেপি নেতাকে। পরে স্থানীয় বিজেপি নেতারা গিয়ে দুই নেতাকে থানা থেকে বার করে খড়গপুরে নিয়ে আসেন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই পুলিশি হেনস্থা। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অসম থেকে বাংলায় ভোট-প্রচারে আসা ২ বিজেপি নেতাকে 'হেনস্থা'। ভিনরাজ্যের ২ বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ কেশিয়াড়ি থানার পুলিশের বিরুদ্ধে। 'অসমের হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান-সহ ২ নেতাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়', কেশিয়াড়ি থানায় তুলে নিয়ে গিয়ে ৯-১০ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ।রাজনৈতিক উদ্দেশ্যেই পুলিশি হেনস্থা, অভিযোগ বিজেপির।