Loksabha Election 2024: ওন্দার সভা থেকে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
'মোদিবাবু বলে গেলেন আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে। এক টাকাও দেয়নি। মোদির গ্যারান্টি ৪২০। মনে রাখবেন নো গ্যারান্টি। গ্যারান্টি আবার কী? কেউ কারও জীবনের গ্যারান্টি দিতে পারে? শুধু মিথ্যা কথা বলা।' ওন্দার সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার।
ভোটের দিন ঝড়ে ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। মোমবাতির আলোয় ভোট হচ্ছে বনগাঁ লোকসভার বাগদা হাইস্কুলের ২৭১ ও ২৭৩ নম্বর বুথে। আলোর অভাবে খোলা রয়েছে EVM-এর পিছনের জানলা। বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি, ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এই সমস্যা।
আমডাঙারও বিভিন্ন বুথে বিদ্যুৎ নেই। কোথাও হারিকেন, কোথাও মোম জ্বেলে চলছে ভোটগ্রহণ।
উলুবেড়িয়ার পর হুগলির জাঙ্গিপাড়া। আরও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। ল্যাম্প পোস্টে বেঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বেধড়ক মার। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ঘটনাস্থলে যান শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)