(Source: ECI/ABP News/ABP Majha)
Modi’s Brigade Rally: 'আপনার সরকারের পাঁকেই আজ বাংলায় পদ্ম ফুটছে', মমতাকে নিশানা মোদির
ব্রিগেডের (Brigade Parade Ground) মঞ্চ থেকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মমতাকে কটাক্ষ করে মোদি বলেছেন, রাগের মাথায় আমায় কখনও রাবণ, দানব, দৈত্য, গুণ্ডা বলছেন। দিদি এত রাগ কেন? ‘কথায় কথায় গালাগাল, এত রাগ কেন দিদি?’ আজ বাংলায় পদ্ম ফুটছে কারণ আপনার দল পাঁক ছড়িয়েছে। দিদিকে আমি বহু বছর ধরে চিনি। দিদি এখন সেই দিদি নেই যে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এখন দিদির রিমোর্ট কন্ট্রোল অন্য কারও হাতে রয়েছে। বিজেপির লোকদের বহিরাগত বলছে। কংগ্রেস যাঁরা তৈরি করেছিল তাঁরা বহিরাগত ছিল না।বামেরা এতদিন শাসন করেছেন তাঁরাও মার্ক্স, লেনিনের চিন্তাধারায় বিশ্বাসী। তৃণমূলও কংগ্রেস থেকেই তৈরি হয়েছে, এরাও বহিরাগত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি দল বিজেপি তৈরি হয়েছে বাংলার থেকে। পদ্মে বাংলার মাটির সুবাস রয়েছে। তাই বলা হয়েছিল, লোকসভায় টিএমসি হাফ, এবার পুরো সাফ। লোকসভা ভোটে মন্ত্র ছিল চুপচাপ পদ্মে ছাপ। এবার জোরসে ছাপ, টিএমসি সাফ।