Modi’s Brigade Rally: মোদির সভায় আসার আগে ভাঙড়ে TMC-BJP সংঘর্ষ, নদিয়ায় গুলিবিদ্ধ বিজেপি নেতা
ব্রিগেড যাওয়ার পথে ভাঙড়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ‘হামলা হয়েছে আমাদের কর্মীদের উপর’, পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিন ভাঙড়ের বানগোদা এলাকা থেকে গাড়িতে করে ব্রিগেড যাচ্ছিলেন বিজেপির কর্মী, সমর্থকরা। অভিযোগ, শাঁখশহর এলাকায় গাড়ি থামিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা।এরপরই দু পক্ষের সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। এদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও ভাঙড় থানার পুলিশ।
অন্যদিকে, নদিয়ার হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপির বুথ সভাপতি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাড়ি ফেরার পথে, হরিণঘাটা পুরসভার সন্তোষপুর এলাকায় গুলিবিদ্ধ হন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস। তাঁর কোমরের নীচে গুলি লাগে। কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি বিজেপি নেতা।গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মোদির ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই এই হামলা বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। গুলি চলার কথা স্বীকার করলেও, ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে পুলিশ।