নজরে ৯ চটজলদি: জল্পনা বাড়িয়ে মুখ্য়মন্ত্রীর কাছে দুই দলত্য়াগী বিধায়ক, সংসদেও বাংলাকে খোঁচা প্রধানমন্ত্রীর
জল্পনা বাড়িয়ে মুখ্য়মন্ত্রীর কাছে দুই দলত্য়াগী বিধায়ক। বিধানসভায় মুখ্য়মন্ত্রীর ঘরে হাজির হয়ে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ (Sunil Singh) যিনি সম্পর্কে ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) ভগ্নীপতি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি নেতা তথা বনগাঁ উত্তরের বিধায়ক। প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। জ্য়োতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিকের উপস্থিতিতে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁদের। সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন দুই বিধায়ক। উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে দাবি সুনীল সিংহর। বিধায়ক তাই যেতেই পারেন। সাফাই বিজেপির। ভোটের মুখে সাড়ে আট হাজার ক্লাবে ৮৩ কোটির অনুদান দিয়ে বিরোধিদের কটাক্ষ মুখ্য়মন্ত্রীর। লাভ নেই। পাল্টা বিজেপি। রাজ্য সভায় মোদির ভাষণে বাংলা। তৃণমূলের ওয়াক আউটের পরেই ডেরেক ও'ব্রায়েনকে কটাক্ষ। সঙ্গে দেখুন অন্য খবর।