Modi Oath Taking Ceremony: টানা ৩ বারের জন্য় প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি, শপথগ্রহণ আরও ৭১ মন্ত্রীর | ABP Ananda LIVE
টানা ৩ বারের জন্য় প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গেই শপথগ্রহণ করলেন আরও ৭১ জন মন্ত্রী। বাংলা থেকে প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। আজ বিকেলে তৃতীয় মোদি-মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে পারে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। ফলে, বিজেপির 'এক ব্যক্তি এক পদ নীতি মেনে, তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। সুকান্ত মজুমদারের জায়গায়, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এনিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
বাংলা পেল দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মন্ত্রী হচ্ছেন সুকান্ত, কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি ? কী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর?
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনই জমমু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ১০ জন পুণ্য়ার্থীর মৃত্য়ু হল। আহত অন্তত ৩৩ জন। রিয়াসি জেলায় একটি পুণ্য়ার্থী বোঝাই বাসে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।