Panchayat Election : সৌদি আরবে বসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ তৃণমূল কর্মীর ! ABP Ananda Live
মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন বলে, রাবন-পুত্রের আরেক নাম মেঘনাদ। এবার, ভিন দেশ থেকে পঞ্চায়েত ভোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের প্রার্থী? সৌদি আরবে বসে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন পেশ করেছেন মিনাখাঁর তৃণমূল প্রার্থী (TMC)! অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, যেখানে প্রার্থীরা শারীরিকভাবে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দিতে পারছেন না, সেখানে, বিদেশে থাকা ব্য়ক্তির মনোনয়ন গৃহীত হয়ে যাচ্ছে! কীভাবে সম্ভব? বামেদের দাবি, ভোটের বিজ্ঞপ্তি দেওয়ার আগেই সৌদি আরবে গিয়েছিলেন মোহারুদ্দিন গাজি। হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চৌঠা জুন সৌদি আরবে যান। ফেরার কথা ১৬ জুলাই। স্ক্রুটিনিতে দেখা যায়, সৌদি আরবে থেকেই নাকি মনোনয়ন পেশ করে ফেলেছেন মিশর ওরফে মোহরুদ্দিন! সিপিএমের দাবি, মোহারুদ্দিনের পক্ষে কোনওভাবেই মনোনয়ন পেশ করা সম্ভব নয়, যদি না শাসক দলের সঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও পঞ্চায়েত রিটার্নিং অফিসারের কোন যোগসাজশ থাকে। উত্তরে রাজ্য় সরকারের আইনজীবী জানান, মোহারুদ্দিন গাজির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তাঁর প্রস্তাবক উমর ফারুক মোল্লা। আইনে সেই সংস্থান আছে। স্ক্রুটিনি পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি। তখন বিচারপতি প্রশ্ন করেন, সইটা কে করল? তাঁর সই আসল কিনা সেটা স্ক্রুটিনির সময় যাচাই হয়েছে?