PM Modi oath ceremony live: মোদির শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। ABP Ananda Live
ABP Ananda Live: মোদির (Narendra Modi) শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। কালই দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি: সূত্র। জয়ের জন্য মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ড বাইডেনও।
অন্য়দিকে, ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? জল্পনা বাড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক।অখিলেশের সঙ্গে বৈঠকের পর রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠক অভিষেকের। সকালে অখিলেশের বাড়িতে ৪০ মিনিট বৈঠক করেন অভিষেক। তারপর অভিষেকের বাড়িতে যান আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহরা।
কাউকে খুশি করে সরকার গঠন করলে সেই সরকারের স্থায়িত্ব বেশিদিন হয় না, অন্য কেউ খুশি করলে তাঁরা তাঁকে সমর্থন করবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অখিলেশ যাদবের।






















