এক্সপ্লোর
Birbhum News: ভোটের আগে দেওয়াল দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা, বীরভূমের লাভপুরে TMC ও CPIM-র চাপানউতোর
ABP Ananda LIVE: ভোটের (lok sabha election) আগে আপাতত এই নিয়েই তৃণমূল (tmc) ও সিপিএমের(cpim) যুদ্ধ চলছে বীরভূমের (birbhum)লাভপুরে। সিপিএমের অভিযোগ, তারা বাড়ি মালিকের আগাম অনুমতি নিয়ে রাখা সত্ত্বেও ৬-৭টি বাড়ির দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল। এই নিয়ে লাভপুরের BDOর কাছে অভিযোগও জানিয়েছে সিপিএম। তৃণমূলের যুক্তি, ওই দেওয়ালগুলিতে লেখার জন্য ২০২৪ সাল পর্যন্ত অনুমতি নেওয়া আছে। সেই কারণেই দেওয়ালে লেখা হয়েছে। বাড়ি মালিকদের দাবি, দুই দলকেই দেওয়াল লেখার অনুমতি দেওয়া হয়েছে। সিপিএমের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন লাভপুরের BDO।
আরও দেখুন






















