Basanti News: তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের লড়াই ঘিরে ফের উত্তপ্ত বাসন্তীর কাঁঠালবেড়িয়া। ABP Ananda Live
তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের লড়াই ঘিরে ফের উত্তপ্ত বাসন্তীর কাঁঠালবেড়িয়া। উত্তর ভাঙনখালির আবেদ আলি লস্করপাড়ায় বোমাবাজির পাশাপাশি চলল গুলি। আজ সকালেও এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে তাজা বোমা, বোমার টুকরো ও গুলির খোল। আতঙ্কিত গ্রামবাসীরা। গন্ডগোলের সূত্রপাত মনোনয়নকে কেন্দ্র করে। কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৮৭ নম্বর বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন সারজিনা লস্কর ও পারুলি লস্কর। পারুলি দলীয় প্রতীক পাওয়ায়, সারজিনা নির্দল হিসেবে দাঁড়িয়ে যান। তাই নিয়েই বিবাদ। অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকার রাশ হাত রাখতে ও নির্দলদের ভয় দেখাতে গতকাল বোমাবাজি করে তৃণমূল প্রার্থীর অনুগামীরা। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।






















