Panchayat Elections : ভোট মিটলেও বিরাম নেই সন্ত্রাসে ! ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ
ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৬দিনে প্রাণ হারালেন ৪৯জন! কোচবিহারে ভোটের দিন আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু। নন্দীগ্রামে হামলার অভিযোগ তৃণমূলের।
ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে আহত ৪। আনা হল কলকাতায়। এখনও আইএসএফ প্রার্থী-সহ স্বামী নিখোঁজ।
ভোটের পরে বেলাগাম তাণ্ডব। একের পর এক বাড়ি, দোকান ধূলিস্যাত। হাবড়ার ২ নম্বর ব্লকে শুধুই আতঙ্ক।
ভোট শেষেও সন্ত্রাস। বাসন্তী গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপালের কাছে নালিশ।
ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ।
পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি! রাস্তায় ব্যালট, স্বচ্ছতা কোথায়? জাঙ্গিপাড়া-মামলায় মন্তব্য হাইকোর্টের। রিটার্নিং অফিসারের হাজিরা।






















