West Bengal Assembly Election 2021: 'আমার কাছে ছেলে খেলা নয়', BJP-তে যোগ দিয়েই কি TMC কে খোঁচা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর?
আজ বিজেপিতে যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। যোগদানের পর এবিপি আনন্দের প্রতিনিধিকে তিনি বলেন, "এতদিন অভিনয়ের মাধ্য়মে মানুষকে আনন্দ দিয়েছি। কিন্তু মানুষকে আনন্দ দিতে দিতে কোথাও এই স্বপ্নটা দেখতে শুরু করি যে দুঃখে মানুষের পাশে থাকব। মানুষের দুঃখে মানুষকে সঙ্গে নিয়ে চলব। তাদেরকে আনন্দ দেব। আজকে আমরা একটা নতুন জন্ম হল। আজ আন্তর্জাতিক নারী দিবসে আমি গর্বিত। অনেকটা পথ চলা বাকি। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শুভেচ্ছা। তবে আমার মনে হয় মানুষের জন্য কাজ করতে হবে। এটা আমার কাছে ছেলে খেলা নয়। ভারতীয় জনতা পার্টি ব্যক্তি বিশেষে পার্টি নয়। কোনও একজন সিদ্ধান্ত নেয় না। সবাই সিদ্ধান্ত নেয়। সময় বলবে আমি প্রার্থী হব কি না।"

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
