West Bengal Election 2021: পুরুলিয়ায় মমতা, গোসাবায় অমিত, ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি
পুরুলিয়ায় (Purulia) নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন পারায় নির্বাচনী মঞ্চে মমতা বলেন, '৭৫ কোটি টাকা খরচ করে ৫০০টি সোলার-বেসড জল সরবরাহ কেন্দ্র করা হয়েছে। শহরগুলিতে জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগে পুরুলিয়া শুষ্ক ছিল। এখন পুরুলিয়া, বাঁকুড়ার মতো কিছু জেলায় আমরা মাটি সৃষ্টির পরিকল্পনা করছি। এখানেও ধান ফলবে। আমাদের সরকার থাকলে এখানকার মানুষ অনেক সুযোগ পাবে। আমরা অনেক রাস্তা-ঘাট করে দিয়েছি। আগে এখানকার মানুষদের মাওবাদী বলে ধরে নিয়ে যাওয়া হত। এখন সবাই শান্তিতে আছে। এমন অনেক জাতি আছে, ভারত সরকার তাদের ওবিসিতে যোগ করেনি। আগামী দিনে আমরা করে দেব।’ অন্যদিকে গোসাবায় (Gosaba) নির্বাচনী প্রচার সভায় রয়েছেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘সিএএ কার্যকর করে এখানে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। কলকাতাকে দেশের সাংস্কৃতিক রাজধানী বানানোর জন্য ১১ হাজার কোটি টাকা খরচ করা হবে। মমতা দিদি মহিলাদের চাকরি ক্ষেত্রে কোন সংরক্ষণ দেননি। বিজেপি সরকার ৩৩ শতাংশ সংরক্ষণ দেবে।’