West Bengal Election 2021: পাপিয়া-সুজাতার উপর 'হামলা', রিপোর্ট গেল বিবেক দুবের কাছে
একদিকে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan), অন্যদিকে বিজেপি (BJP) প্রার্থী পাপিয়া অধিকারী (Papia Adhikari), প্রার্থীদের উপর হওয়া হামলা নিয়ে রিপোর্ট জমা পড়ল বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের (Vivek Dubey) কাছে। আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ-এর উপর হামলা নিয়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের সংঘর্ষের কথা বলা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জন তৃণমূল কংগ্রেস ও ২ জন বিজেপি সমর্থককে। তবে ঘটনায় প্রার্থী ও অন্যান্যদের গুরুতর আঘাত লাগেনি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অন্যদিকে, পাপিয়া অধিকারীর ক্ষেত্রে উলুবেড়িয়া হাসপাতালে তাঁর উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চড়াও হয় বলে উল্লেখ করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)