West Bengal Election 2021: দিলীপের রোড শোয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি, তাপসের প্রচারে 'খেলা হবে' স্লোগান
উত্তরবঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ময়নাগুড়িতে রোড শো করছেন তিনি। ময়নাগুড়ি টাউন থেকে শুরু হয়েছে রোড শো। ভিড় জমিয়েছেন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক। উঠছে 'জয় শ্রীরাম স্লোগান'। প্রায় আড়াই থেকে তিন কিমি পথ অতিক্রম করা হবে বলে জানা যাচ্ছে। তিনি বলেন, "উত্তরবঙ্গ পঞ্চায়েত, লোকসভাতেও বিজেপির সঙ্গে ছিল, এবারেও বিজেপির সঙ্গেই থাকবে। তৃণমূল হারছে, সেটা বুঝেই আমাদের ওপর হামলা করা হচ্ছে।" অন্যদিকে তাপস রায় (Tapas Roy) প্রচার শুরু করেছেন বরানগরে। উঠছে 'খেলা হবে' স্লোগান। এদিকে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha) আজ সকাল থেকেই ভোটপ্রচারে নেমেছেন। স্থানীয়দের যোগাসন করার পরামর্শ দেন এই বিজেপি প্রার্থী।






















