West Bengal Election 2021: 'আমাকে ছোবল মারলে আমি ছোবল ফিরিয়ে দেব', শিশির-শুভেন্দুকে তোপ মমতার
নিজের কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি বারবার এসেছি। আমার উপর হামলাও করা হয়েছে। তখন তারা কোথায় ছিল? সবাই ভয়ে লুকিয়েছিল। আমরা হিন্দু-মুসলিম ভাই-বোনেরা মিলে লড়াই করেছি। আমি দুধ কলা দিয়ে সাপ পুষেছি। কিন্তু আমাকে ছোবল মারলে আমি ছোবল ফিরিয়ে দেব। শিশির অধিকারী (Shihir Adhikari) যখন মন্ত্রী হলেন, শুভেন্দু (Suvendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে যায়নি। বাবা মন্ত্রী হয়েছে বলে যে যায়নি, যে তো আমাদের সঙ্গে এইরকম করবেই। আমি জানতাম এরা আমার সঙ্গে থাকবে না। ২০১৪ সাল থেকে দলের সঙ্গে বেইমানি করেছে, আমি মাফ করে দিয়েছি। ওরা মানুষের উপর অত্যাচার করছে, তার বদলা আমি নেব।’






















