West Bengal Election 2021: কে বলল তৃণমূলে আছি, মোদির মঞ্চে যোগের ইঙ্গিতও শিশিরের কথায়
শিশির অধিকারীর (Shishir Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। এদিন এই জল্পনা আরও ধারালো হল তাঁর বক্তব্যে। এদিন শিশির বলেন, ‘কে বলেছে আমি তৃণমূলে (TMC) আছি? তৃণমূল সেই ডিসেম্বর থেকে আমার বাপ-ঠাকুরদকে গালিগালাজ করছে। চোর-ডাকাতকে সামনে নিয়ে সভায় দাঁড় করায়। আমাকে ভোগী বলছে, কিন্তু সবাই জানে আমরা ত্যাগী নাকি ভোগী। প্রধানমন্ত্রীর সভায় যেতে বললে আমি যাব। আমি আমার ছেলেকে সমর্থন করি’। ২৪শে মার্চ নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী। প্রসঙ্গত, কয়েকদিন আগে লকেট চট্টোপাধ্যায় (Locket Chtterjee) দেখা করতে গিয়েছিলেন শিশিরবাবুর সঙ্গে। তখন থেকেই জল্পনা শুরু।






















