West Bengal Election 2021: ব্যারাকপুরে শুভ্রাংশু রায়কে ঘিরে বিক্ষোভ, তৃণমূল প্রার্থীর ভাইয়ের গাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ
ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন জমা ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার। তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমার সময় সংঘর্ষ। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আজ মনোনয়ন জমা দিতে আসেন। মনোনয়ন জমা দেওয়ার পরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর আত্মীয়ের গাড়ি ভাঙচুর। গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের মনোনয়ন জমা দেওয়ার পরেই উত্তেজনা। ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষ, শুভ্রাংশুর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। শুভ্রাংশুর গাড়ি ভাঙচুর। পাল্টা বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। ‘ভাটপাড়া থেকে আসা ১ তৃণমূল সমর্থকের পায়ে গুলি লেগেছে,’ এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি গুলি চালিয়েছে, দাবি তৃণমূল নেতা উত্তম দাসের। গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশের। সংঘর্ষে আহত কয়েকজন পুলিশকর্মী।






















