West Bengal Elections 2021: হাইভোল্টেজ নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু
নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তৃণমূল কংগ্রেস (TMC) ত্যাগ করার আগে থেকেই নন্দীগ্রামের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দলত্যাগ করার পর বিভিন্ন সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে কতটা ভাল ফল করবেন, তা সময়ই বলবে। তবে তিনি আগেই এই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রার্থীতালিকায় (Candidate List) তাঁর নাম ঘোষণা হতেই এলাকায় উচ্ছ্বাস, মিষ্টিমুখ। রাত থেকেই তাঁর নামে দেওয়াল লিখন শুরু। এই উচ্ছ্বাস নিয়ে এলাকার কর্মী-সমর্থকরা যাচ্ছেন নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেড (Brigade) সমাবেশে (Rally)।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)