West bengal Election 2021 : কেন্দ্রের পাঠানো টাকা দেওয়া হলে পার্শ্ব-শিক্ষকদের দাবি পূরণ হত, দাবি রাজীবের
সল্টলেকে পার্শ্ব-শিক্ষকদের অবস্থান বিক্ষোভে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে, সেটাও যদি এদের দেওয়া হত, তাহলে হয়তো দাবি অনেকটা পূরণ হত। সেটাও হয়তো পরিকাঠামো বা অন্য কোনও ক্ষেত্রে খরচ করা হচ্ছে। এদের দেওয়া হচ্ছে না।’
এরই পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে রাজীব আরও বলেন, ‘এখন নির্বাচন এসে গেছে বলে ১০ বছর পরে মনে করল দুয়ারে দুয়ারে সরকার। ১০ বছর পরে মনে হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান। ১০ বছর আগে কারও মনে হয়নি মা ক্যান্টিন করার কথা! তামিলনাড়ুতে তো অনেকদিন আগেই সস্তায় ক্যান্টিন চালু হয়েছে। এখানে কেন ঠিক ভোটের মুখে করতে হল? সব হচ্ছে ভোটের দিকে তাকিয়ে। নির্বাচন আসন্ন, উনি বুঝে গেছেন জনসমর্থন হারাচ্ছেন। পায়ের তলার মাটি নেই। পরিবর্তনের হাওয়া রয়েছে। নির্বাচনী বৈতরণী পার করতে মানুষকে যতভাবে বোকা বানানো যায়, সেই চেষ্টা করছেন। ট্রেডমিল করতে করতে কেউ যদি বাজেট করে, তাহলে সেই রাজ্যের অবস্থা কী হবে, সেটা রাজ্যের মানুষই বিচার করবেন।’