Indraneil Sengupta: দুর্ভাগ্যজনক পেশা, অভিনেতাকে যা-তা বলাটাকে অনেকেই অধিকার বলে মনে করেন: ইন্দ্রনীল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তিনি প্রথম এই বাড়িতে যখন এসেছিলেন, তখনও কথার মধ্যে টান ছিল অন্য ভাষার। বাংলা কথার মধ্যেও দেদার ইংরাজি শব্দ ব্যবহার, সামান্য ভাঙা ভাঙাও। তবুও ইচ্ছা, ফেলুদা হবেন। বাঙালি হলেও প্রবাসী সেই অভিনেতাকে প্রথমটা মনেই ধরেনি সন্দীপ রায়ের (Sandip Roy)। তারপরেও পর্দায় ফেলুদা এসেছে, সাফল্য পেয়েছে। কিন্তু তাঁর নিয়তিতেও বোধহয় লেখা ছিল ফেলুদার চরিত্রে অভিনয় করা। নাহলে, আবার দীর্ঘ কয়েক বছর পরে তিনি রায়বাড়িতে কেনই বা আসবেন, আর কেনই বা তাঁর বাংলার উন্নতি দেখে মনে ধরবে সন্দীপ রায়ের? হত্যাপুরী পেরিয়ে এবার নয়ন রহস্য... রায় বাড়িতে তাঁর যাতায়াত বেড়েছে, বৈঠক বেড়েছে, আর শুরু হয়েছে ক্যামেরার সামনে ফেলুদার অভিনয়। রায়বাড়ির সংস্পর্শে থাকার সেই অভিজ্ঞতা, ইন্দ্রনীল থেকে ফেলুদা হওয়ার গল্প, সোশ্যাল মিডিয়া নিয়ে ক্ষোভ-বিরক্তি, মেয়ের চোখে ফেলুদা... এবিপি লাইভকে (ABP Live) গল্প শোনালেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)।