এক্সপ্লোর
Jisshu Sengupa Exclusive Interview: আলাপ ছিল না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্যুটিং ছেড়ে ক্রিকেট খেলতে চলে গিয়েছিলেন যীশু!
পাঁচতারা হোটেলের বসার ঘর। একটা দেওয়াল কাচের। ওপর থেকে দেখা যাচ্ছে শহর কলকাতার বেশ অনেকটা অংশ। কাচের দেওয়ালের দিকে পিছন ফিরে সোফার কুশনের ওপর গা এলিয়ে বসেছিলেন তিনি। হালকা গোলাপি টি শার্ট, রিপট জিনসের সঙ্গে পায়ে ফ্লুরোসেন্ট সবুজ জুতো। ক্যামেরা ফিট করার সময়টুকু চেয়ে নিতেই সহকারীদের সঙ্গে দু-একটা জরুরি বাক্যালাপ সেরে নিলেন তিনি। এবার শুরু করা যাক? আরও একটু আরাম করে বসে আর আরও একটু হেসে উত্তর দিলেন, 'অবশ্যই'। ক্যামেরা চালু করে দিলেন ওনারই সহকারী... ক্যামেরার সঙ্গে আলাপ করিয়ে দিতেই সেদিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করলেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। শুরু হল 'অভিযান' (Abhijaan)।
বিনোদনের
কাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করলেন অভ্যুদয়? অফস্ক্রিনের আড্ডায় অভ্যুদয়
রিহার্সাল রুমে এখন সাজো সাজো রব | নাট্যপ্রেমীরা নাট্যমঞ্চে ভাবনার রসদ পাবেন নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে
সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী
দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হবে নাটক ফালতু । অভিনয় করছেন কিঞ্জল নন্দ
কাজ পেতে কখনও বিশেষ কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে হয়নি: আবীর
আরও দেখুন






















