![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nilanjana Sengupta Birthday: তারকার জন্মদিনে...
নীলাঞ্জনা সেনগুপ্ত, অভিনয়ের সঙ্গে প্রত্য়ক্ষ ভাবে জড়িতে না থাকলেও তিনি টলিপাড়ার নামজাদা সেলিব্রটিদের মধ্য়ে অন্য়তম। সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন তিনি। আর স্পেশাল এই দিনটি কেমন করে কাটালেন যীশু সেনগুপ্তের স্ত্রী? তারকার জন্মদিনে সেলিব্রেশন হবে না, তাও কী হয়? মিসেস সেনগুপ্তর জন্মদিনে এক্কেবারে চাঁদের হাট বসেছিল যীশু-নীলাঞ্জনার বাড়িতে। যাঁদের মধ্যে উপস্থিত ছিলেন গ্ল্যামারাস টলি কুইনসরা। ছিলেন জুন মালিয়া, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। ছিলেন আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী থেকে শুরু করে জিৎ-এর স্ত্রী-সহ আরও অনেকে।বিশেষ এই দিনটিতে সবুজ রঙের ওয়েস্টার্ন পোশাকে একদম বিদেশী লুকে ধরা দিয়েছিলেন নীলাঞ্জনা। সঙ্গে মানানসই সিলভার সু। হট মিনি ফ্রকে বার্থডে পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। শুটিং-এ ব্য়স্ত থাকায় এবছর স্ত্রীর জন্মদিনে থাকতে পারেননি যীশু। প্রসঙ্গত ২০০৪ থেকে একে ওপরের সঙ্গে পথ চলা শুরু করেছিলেন যীশু-নীলাঞ্জনার৷ সেলিব্রিটি জুটি হিসেবে ভক্তমহলে বেশ জনপ্রিয়ও তাঁরা৷ যীশুর অন্দরমহল থেকে বাড়ির সমস্ত ছোটখাটো কাজ সবকিছু সামলান নীলাঞ্জনাই। বর্তমানে তাঁদের দুটি সন্তান।
![Filmstar : সিনেমার পর্দা থেকে ওটিটি, ডিসেম্বর জুড়ে বিনোদনের তালিকায় রয়েছে কী কী আকর্ষণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/4e18755de61689ea182c0bfc9bba101b1732618820673535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![OTT Platform: OTT প্রেমীদের জন্য সুখবর, লঞ্চ হল ডিশ টিভির নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'ওয়াচো'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/24/908d44ce5cb743f06d738c056d09f0431732420890792968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Parambrata Chatterjee: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর যুগলবন্দিতে গানে গানে মেতে উঠল বাইপাস লাগোয়া কেসিসি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/0721bed8bda2491636f077213af414581732243868139968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Film Star: র্যাপের ছন্দে হইচই পড়ে গিয়েছে তালমায়। ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/19/21c3ffead1f59b9724bb57dd3e50ab7d1732012937860967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Prasenjit Chatterjee: অনুরাগীদের সঙ্গেই চার দশকের অভিনয় জীবনের সাফল্যের আনন্দ ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/18/56ebd4f8ff91065fca294387405d73201731951739552894_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)