এক্সপ্লোর
Sandip Roy Exclusive: 'আমি চাই না ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সৌমিত্র চট্টোপাধ্যায় বা সব্যসাচীর অনুকরণ করুক'
ফেলুদার (Feluda) চরিত্র নিয়ে জল্পনা, প্রযোজনা সংস্থার সঙ্গে মতের অমিল, কিছুই কোনও কিছুই আঁচড় কাটতে পারেনি 'ফেলুদা'-র গায়ে। সন্দীপ রায়ের হাত ধরেই ৬ বছর পরে পর্দায় ফিরছে ফেলুদা, থুড়ি নতুন ফেলুদা। ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার ফেলুদার ব্য়াটন তাঁরই কাঁধে। শুধু কী তাই? দর্শক এবার পর্দায় দেখবেন নতুন তোপসে আর জটায়ুকেও। ২ দিনের শ্যুটি সারা, সন্দীপ রায়ের কতটা মনের মতো হয়ে উঠতে পারলেন ইন্দ্রনীল? চরিত্রায়ন নিয়ে কতটা খুশি সন্দীপ রায়? এবিপি লাইভে ফেলুদার গল্পে অকপট সন্দীপ রায়।
বিনোদনের
রিহার্সাল রুমে এখন সাজো সাজো রব | নাট্যপ্রেমীরা নাট্যমঞ্চে ভাবনার রসদ পাবেন নান্দীকার ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে
সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী
দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হবে নাটক ফালতু । অভিনয় করছেন কিঞ্জল নন্দ
কাজ পেতে কখনও বিশেষ কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে হয়নি: আবীর
পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের মিউজিক লঞ্চ ঘিরে গঙ্গাবক্ষে চাঁদের হাট
আরও দেখুন






















