এক্সপ্লোর
Hoy Ma Noy Bouma: পুজো বিলাসের দিনগুলো নিয়ে এবার কী ভাবছেন দেবলীনা? পুজোর আগে মঞ্চে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কী বলছেন তিনি? | ABP Ananda LIVE
পুজো আসছে, এটাই আনন্দের। এসে গেলেই কীভাবে যে পাঁচটি দিন চোখের নিমেষে কেটে যায়, বোঝাই যায় না। পুজোর অপেক্ষায় দিন গুনতে গুনতে প্ল্যানিং করার মজাই আলাদা। দেবলীনা কুমারের কথাই ধরুন। পুজোর কটাদিন, পাড়ার প্যান্ডেলে সারাদিনের আড্ডায় সময় কাটে তাঁর। তারই মাঝে সময় করে অন্যান্য মণ্ডপগুলোতেও ঢুঁ মেরে আসেন। এর সঙ্গে থাকে দেদার পেটপুজো। পুজো বিলাসের দিনগুলো নিয়ে এবার কী ভাবছেন দেবলীনা? পুজোর আগে মঞ্চে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কী বলছেন তিনি? চলুন, দেখেই নেওয়া যাক।
আরও দেখুন






















