Long Covid : কোভিডমুক্ত হয়েও বেশ কয়েক মাস ধরে ভুগছেন নানা লক্ষণে? এগুলোই লং কোভিডের লক্ষণ
কোভিড থেকে সেরে উঠেও ভাল হতে পারছেন না ? ৩ মাস ধরে ভোগাতে পারে কিছু লক্ষণ। হার্ট, ফুসফুস থেকে মন - কোভিড এই ভাবে ঘায়েল করছে ভাইরাস মুক্ত হওয়ার পরেও। একেই বলে, Long Covid, আলোচনায় ডা. অর্পন চক্রবর্তী (Arpan Chakraborty, ECMO Physician Consultant Cardiac Anesthesia and Critical Care )
করোনার তৃতীয় তরঙ্গে কোভিডের ধাক্কা কাটিয়ে উঠছেন সকলে হয়ত অনেক তাড়াতাড়িই। তাবলে যে সহজেই হচ্ছে সঙ্কট মুক্তি, এমনটা নয়। কাউকে কাউকে করোনার ধাক্কা ভোগাচ্ছে মাস তিনেক থেকে মাস পাঁচেক পর্যন্ত। তারা যে সকলেই গুরুতর ভাবে কোভিড আক্রান্ত হয়েছিলেন, তেমনটা নয় কিন্তু। তবে কোভিড পরবর্তী অসুখ-বিসুখ বা লক্ষণ থেকে যাচ্ছে দীর্ঘদিন। বিভিন্ন রকম সমস্যা জর্জরিত করছে । কোভিড পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে প্রায়শই নতুন নতুন তথ্য উঠে আসছে।
মেডিকা হার্ট ও একমো টিম- এর অন্যতম বিশিষ্ট চিকিৎসক, ডা. অর্পণ চক্রবর্তী ( ECMO Physician Consultant Cardiac Anesthesia and Critical Care ) জানালেন, কোভিড কাটিয়ে উঠলেও কারও ফুসফুসের সমস্যা থেকে যাচ্ছে। কোউ ভুগছেন চোখের সমস্যায়। কারও আবার ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তেমনই করোনা থেকে সেরে উঠে হার্টের নানারকম সমস্যা নিয়ে জেরবার হচ্ছেন অনেকেই। কোভিড থেকে সেরে হাসপাতাল থেকে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকও হয়েছে কারও কারও। চিকিৎসকরা দেখেছেন, এই রোগীদের কোভিডের পরই হার্টের সমস্যা তৈরি হয়েছে।দেখা যাচ্ছে করোনা নেগেটিভ হয়ে যাওয়ার পর কয়েকটি উপসর্গ নিয়ে অনেক রোগীই চিকিৎসকার দ্বারস্থ হচ্ছেন।