Neotia Arts Trust: নেওটিয়া আর্টস ট্রাস্টের উদ্যোগে স্বভূমিতে হয়ে গেল 'দ্য় ইন্ডিয়া স্টোরি ওয়েডিং ডায়েরিজ' | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নেওটিয়া আর্টস ট্রাস্টের উদ্যোগে স্বভূমিতে হয়ে গেল 'দ্য় ইন্ডিয়া স্টোরি ওয়েডিং ডায়েরিজ'। দু'দিনের এই আয়োজনে ক্রেতা-বিক্রেতাদের থেকে ভাল সাড়া মিলেছে বলে জানালেন উদ্যোক্তারা।
নেওটিয়া আর্টস ট্রাস্টের উদ্যোগে স্বভূমিতে হয়ে গেল 'দ্য় ইন্ডিয়া স্টোরি ওয়েডিং ডায়েরিজ'। দু'দিনের এই আয়োজনে ক্রেতা-বিক্রেতাদের থেকে ভাল সাড়া মিলেছে বলে জানালেন উদ্যোক্তারা। বর-কনের পোশাক থেকে...অলঙ্কার...উপহার সামগ্রী থেকে রূপটানের জিনিস...এক ছাদের তলায় এবার বিয়ের সাত সতেরো। যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে 'দ্য় ইন্ডিয়া স্টোরি ওয়েডিং ডায়েরিজ'।নেওটিয়া আর্টস ট্রাস্টের পক্ষ থেকে স্বভূমিতে করা হয়েছে এই আয়োজন, যা এবার পঞ্চম বর্ষে পা দিল। যেখানে পসরা সাজিয়ে যেমন খুশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা, তেমনই এক জায়গায় বিয়ের বাজার সারতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও। নামজাদা ফ্য়াশন ডিজাইনারদের তৈরি পোশাক যেমন নজর কাড়ছে, তেমনই শৌখিন গয়নাও মন টানছে ক্রেতাদের। আর এই উদ্যোগে ক্রেতা-বিক্রেতার সাড়া দেখে খুশি উদ্যোক্তারাও।