Supreme Court: প্রধান বিচারপতিকে চিঠি ২১ অবসরপ্রাপ্ত বিচারপতির, কেন? ABP Ananda Live
পরিকল্পিতভাবে বিচারব্য়বস্থাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ। উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি (Chief Justice DY Chandrachud) ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি ২১ জন অবসরপ্রাপ্ত বিচারপতির। 'সংকীর্ণ রাজনৈতিক ও ব্য়ক্তিগত স্বার্থে ভুল তথ্য দিয়ে বিচারব্য়বস্থা সম্পর্কেে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চলছে। এভাবে বিচারব্য়বস্থাকে কলুষিত করা ও বিচারপতিদের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে', চিঠিতে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিচার বিভাগের মর্যাদা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা অবসরপ্রাপ্ত বিচারপতিদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)