৭টায় বাংলা (২): উত্তরাখণ্ডে তুষারধসে বিপর্যয়ে নিখোঁজ বাংলার ৫ যুবক
উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ভেঙে তুষারধসে বিপর্যয়ে পর জোরকদমে চলছে উদ্ধার কাজ। তপোবনের ধৌলিগঙ্গা থেকে ১৯টি দেহ উদ্ধার হয়েছে। সেনা এবং বায়ু সেনা ছাড়াও উদ্ধারকার্যে নেমেছে আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডে হিমবাহ বিপর্যয়ের জেরে নিখোঁজ বাংলার পাঁচ যুবক। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তিনজন। পুরুলিয়ার দুই যুবকও নিখোঁজ। গতকাল বিপর্যয়ের পর থেকে তাঁদের আর খোঁজ মিলছে না। মহিষাদলের নিখোঁজ যুবকদের মধ্যে একজন গতকাল সকালেও বিপর্যয়ের আগে বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিন যুবকই তপোবনে জল বিদ্যুৎ প্রকল্পে মেকানিকের কাজ করতেন। তিন জনের খোঁজ না মেলায় উৎকণ্ঠায় তাঁদের পরিবারও। ভিডিও শ্য়ুটের জন্য দ্বিতীয় হুগলি সেতু থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিলেন দুই যুবক। নদী থেকে একজনকে উদ্ধার করা হলেও এখনও খোঁজ নেই তিলজলার যুবকের। কীভাবে নজর এড়িয়ে ঝাঁপ দিলেন দুই যুবক? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, জাল দিয়ে ঘিরে দেওয়া হবে ব্রিজ।