এক্সপ্লোর
PM Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ কার্গো বিমানে আফ্রিকা থেকে গ্বালিয়রে পৌঁছল ৮টি চিতা I Bangla News
প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিশেষ চমক। ৭০ বছর পর ভারতে এল চিতা। এদিন বিশেষ কার্গো বিমানে সুদূর আফ্রিকা থেকে গ্বালিয়রে পৌঁছয় ৮টি চিতা। নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে রাখা হবে মধ্যপ্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানে। ৮টির মধ্যে ৫টি মহিলা এবং ৩টি পুরুষ চিতা। দীর্ঘ বিমানযাত্রায় বমি ভাব বা অন্য অসুস্থতা এড়াতে চিতাগুলিকে খালি পেটে আনা হয়েছে। বিমানে ছিলেন পশুচিকিৎসকও। অতিরিক্ত শিকার এবং বাসস্থান ধ্বংসের মতো কারণে ভারত থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চিতা। ১৯৫২ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের তরফে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়।
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন

















