Plain Crash: ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনার নেপথ্যে কী কারণ?
ABP Ananda LIVE : ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনার নেপথ্যে কী কারণ? উঠছে একাধিক প্রশ্ন। ভারতের ইতিহাসে অন্য়তম ভয়াবহ বিমান বিপর্যয়ের পর একটাই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ড্রিমলাইনারে স্বপ্নভঙ্গের কারণ কী? কার ভুলে প্রাণ গেল এতগুলো সাধারণ মানুষের?
কলকাতা শহরে আবার বিরাট আগুন। অনল শিখা ছড়িয়েছে বিরাট এলাকা জুড়ে। খিদিরপুর বাজারে রাত রাত ১টার কিছু পরে আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু আগুন এখনও বাগে আসেনি। সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের
। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী।



















