Air India Crash: কেন ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার 'বোয়িং ড্রিমলাইনার'? কী তথ্য AAIB রিপোর্টে ?
ABP Ananda LIVE : আকাশে ওড়ার পরেই ফুয়েল কন্ট্রোল স্যুইচ বন্ধ। ২ ইঞ্জিনেই পৌঁছয়নি জ্বালানি। আমদাবাদে বিমান দুর্ঘটনার রিপোর্টে উল্লেখ এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর।জ্বালানি বন্ধে দুর্ঘটনা-রিপোর্ট। কেন ফুয়েল কাট অফ, প্রশ্ন এক পাইলটের। শোনা গেছে, বিমানের ককপিট ভয়েস রেকর্ডারে। প্রাণপণে ইঞ্জিন চালুর চেষ্টা। মেলেনি প্রয়োজনীয় থ্রাস্ট। প্রাথমিক রিপোর্টে উল্লেখ। কেন বন্ধ ফুয়েল স্যুইচ?এদিন অসামরিক বিমান পরিবহনের প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল মন্তব্য করেছেন, দুই পাইলটের কথোপকথনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। কারণ, খুব অল্প কথা হয়েছে তাঁদের মধ্যে। কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, "কারো নাক গলানো ছাড়াই তদন্ত করেছে Aircraft Accident Investigation Bureau। আমরা বিদেশে ব্ল্যাক বক্সও পাঠাইনি। আমাদের দেশেই ডিকোড করা হয়েছে। শুধুমাত্র পাইলটদের কথার ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ, খুব অল্প কথা হয়েছে তাঁদের।"


















