Air India:'উচ্চ পর্যায়ে নিরপেক্ষ বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করতে হবে', বিমান দুর্ঘটনা নিয়ে বললেন কুণাল ঘোষ
ABP Ananda LIVE : স্বপ্নের ড্রিমলাইনারই বৃহস্পতিবারের পর হয়ে উঠেছে দুঃস্বপ্নের আরেক নাম! আমদাবাদের ভয়াবহ বিপর্যয়ে নিমেষে শেষ হয়ে গেছে ২৬৫টা প্রাণ। উদ্ধারকারী দলের সদস্য বলেন, চিনতেই পারছিলাম না। যে এরা আমাদের সহকর্মীরা। চিনতেই পারছিলাম না। একটা টুকরো এদিকে। আরেকটা টুকরো ওদিকে। বোয়িং ড্রিমলাইনারকে সবাই বেছে নেন মূলত দু'টো কারণে। নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য়। কিন্তু বোয়িংয়ের সেই অত্য়াধুনিক বিমান, ৭৮৭-৮ ড্রিমলাইনার এরকম ডেডলি হয়ে উঠল কীকরে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'এটা দুর্ঘটনা, দুর্ঘটনা কেউ আটকাতে পারে না'। পাল্টা কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এক্স পোস্ট করে বলেন, যখন বিমান দুর্ঘটনা হয় এবং মানুষের প্রাণ যায় তখন স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত জবাবদিহির প্রতিশ্রুতি দিতে পারেন। কাঁধ ঝাঁকিয়ে ভাগ্যকে দায়ী করে বক্তৃতা দেওয়া উচিত নয়। কেউ দুর্ঘটনা এড়াতে পারে না , একটি দ্বায়িত্ব এড়ানো মন্তব্য...।


















