Air India Crash :আত্মীয়কে চেনার উপায় নেই, চরম উৎকণ্ঠা নিয়ে DNA ভেরিফিকেশনের অপেক্ষায় স্বজনহারারা
ABP Ananda LIVE : মর্গে লাশের পাহাড়! পুড়ে কার্যত ছাই হয়ে গেছে দেহগুলো! যদিও বা কিছুটা অবশিষ্ট থাকে, সেটাও ছিন্নভিন্ন! পরিচয় জানা তো দূরস্ত, অনেকের দেহটাই আলাদা করা যাচ্ছে না! এই পরিস্থিতিতে, DNA-র নমুনা দিতে হাসপাতালে ভিড় করছেন মৃতদের নিকটাত্মীয়রা। আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্য়ায়ের এই প্রতিবেদন দেখে আপনারা শিউড়ে উঠবেন!আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অবস্থা। পোড়া, ঝলসানো, ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই। গতকালই এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, 'আসার পর দেখলাম ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।আগুন লেগেছে। চারিদিকে ধোঁয়া। কিছু দেখা যাচ্ছে না।' বলার অপেক্ষা রাখে না, অসংখ্য পরিবার চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, মৃতদেহের DNA নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে।' এদিকে সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, এবার নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য স্বজনহারারা DNA ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছেন।

















