Amit Shah: দক্ষিণে দাঁড়িয়ে বাংলা জয়ের ডাক অমিত শাহের
ABP Ananda LIVE: পাখির চোখ ২৬, মাদুরাইয়ের সভাতেও শাহের মুখে বাংলা। '২০২৬-এ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে। দক্ষিণে দাঁড়িয়ে বাংলা জয়ের ডাক অমিত শাহের।মাদুরাইয়ের কর্মী সম্মেলনেও শাহের বাংলা জয়ের ডাক।
নাবালককে মার, ইলেকট্রিক শক ! পুলিশ হেফাজতে শাহেনশাহ-সহ আরও ২ অভিযুক্ত
উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! ১৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে শাহেনশাহ-সহ আরও ২ অভিযুক্ত । আজ মুম্বই থেকে কলকাতায় আনা হয় কারখানার মালিক শাহেনশাহ-সহ ২ জনকে । ঘটনা সামনে আসতেই মুম্বই পালায় শাহেনশাহ । মোবাইল চুরি করেছিল নাবালক, দাবি শাহেনশাহর। ধৃতেদর বয়ানে একাধিক অসঙ্গতি, খবর পুলিশ সূত্রে । ৩১ মে সকাল ৭টায় কারখানা থেকে পালায় নাবালক, দাবি ধৃতদের । যে দিক দিয়ে বেরনোর কথা বলে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি পরীক্ষা পুলিশের । সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে: পুলিশ সূত্র
১০ দিন পার এখনও খোঁজ মেলেনি নাবালকের

















