Ananda Live: রাজ্যে ফের বাড়ল করোনার সংক্রমণ-মৃত্যু। Bangla News
রাজ্যে ফের বাড়ল করোনার সংক্রমণ-মৃত্যু। রাজ্যে একদিনে ১১ হাজার ৪৪৭জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ৩৮জনের মৃত্যু, ৫দিনে ১৮০জনের মৃত্যু। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে ১৪জনের মৃত্যু, ২ হাজার ১৫৪জন সংক্রমিত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮জনের মৃত্যু, ১ হাজার ৭৯৮জন আক্রান্ত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দঃ ২৪ পরগনায় একদিনে ১০জনের মৃত্যু।
গোয়ালতোড়ে মাটি খুঁড়তেই সারি সারি বন্দুক, গুলি! পঃ মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটি কাটার সময় অস্ত্রের হদিশ। মাটির তলা থেকে শতাধিক বন্দুক, হাজারের বেশি কার্তুজের হদিশ! মাটির তলায় ১৫-২০ বছর আগের বন্দুক, অনুমান পুলিশের: সূত্র। বাম জমানায় মজুত রাখা বন্দুক, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এখনও এব্যাপারে সিপিএমের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


















