Ananda Sakal 1: আজ উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ, বিজেপির রথকে কটাক্ষ অনুব্রতর
ভোটের মুখে ফের বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর কোচবিহারে আসার কথা। বিজেপি সূত্রে খবর, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অমিত শাহ। রাসমেলা ময়দানে তাঁর সভা রয়েছে। তারপর কোচবিহারের রাসমেলা ময়দান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। এর পরে ঠাকুরনগরে করবেন সভা। বুধবার রথযাত্রা নিয়ে বিজেপিকে নিশানা করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, 'রথযাত্রায় লোক নেই, তাই নাড্ডা পালিয়ে গেল। অন্ধ্রপ্রদেশের ট্রাকে করে রথযাত্রা হচ্ছে। রথে কখনও রাবারের চাকা থাকে না। রথে কাঠের চাকা থাকে।'


















