Bangladesh News: সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলদেশের লালমণিরহাটে কালী মন্দিরে চুরি
Bangladesh: সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলদেশের লালমণিরহাটে কালী মন্দিরে চুরি। লুঠ গয়না, টাকা। এক্স হ্যান্ডলে পোস্ট ইসকনের কলকাতা শাখার প্রেসিডেন্টের।
দুলাল সরকার খুনের তদন্তে দেরি নিয়ে এবার প্রশ্নের মুখে তৃণমূল নেতারাই
দুলাল সরকার খুনের তদন্তে দেরি নিয়ে এবার প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল নেতাদেরকেই। অভিযুক্তের বাড়ির সামনে কেন পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? প্রশ্ন তুললেন নিহত দুলাল সরকারের অনুগামীরা। মালদার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল জয়প্রকাশ মজুমদারকে।
নিষিদ্ধ 'রিঙ্গার ল্যাকটেট' । প্রয়োজনীয় ফ্লুইড কোথা থেকে সংগ্রহ করছে হাসপাতালগুলি?
'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট' নিয়ে তোলপাড়ের মাঝেই একাধিক হাসপাতালের সামনে দেখা গেল উদ্বেগের ছবি। চিকিৎসকের প্রেসক্রাইব করা ফ্লুইড এখনও হাসপাতালের বাইরের দোকানগুলি থেকে কিনে আনছেন রোগীর পরিজনরা। নায্য মূল্যের ওষুধের দোকান থেকে ফ্লুইড সরবরাহ হচ্ছে বলে কতৃপক্ষের তরফে জানানো হলেও, সবক্ষেত্রে কি তা হচ্ছে? ছবি বলছে অন্য কথা।


















