Bangladesh News: বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ
Bangladesh: ঢাকায় ভারত-বাংলাদেশে বিদেশ সচিবের বৈঠক, বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ। ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনও দেশে স্থানান্তরের অনুরোধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনূসের।
অশান্ত বাংলাদেশ, পরপর মন্দির ভাঙচুর, আক্রান্ত হিন্দুরা, চলছে হুমকিও। আজ ভারত-বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলছে ঢাকায়। বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে'। 'যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ল্যাবেঞ্চুস চুষবো'।'এটা ভাবার কোনও কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো'। 'তবে আমরা চাই হিংসা নয় শান্তি ফিরুক'। 'আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো'।'আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে'। 'আমি প্রত্যকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে'। 'সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।