Bangladesh News: কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের কবি ফারহাদ মাজহারের।
ABP Ananda Live: 'আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাব যে, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনও অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাঁকে মুক্তি দেওয়া। তাঁকে জামিন না দেওয়াটা আইনি প্রক্রিয়াকে লঙ্ঘন। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে, কী করে আজকে চিন্ময়কৃষ্ণ দাসকে এখানে গ্রেফতার করা হল? তার আইনি ভিত্তিটা কী ছিল', প্রশ্ন ফারহাদ মাজহারের, বাংলাদেশের কবি ও দার্শনিক।
দেশের মাটিতে ক্রমাগত রক্তপাত, অশান্তি। আন্তর্জাতিক মহল থেকে চাপ। নোবেন শান্তি পুরস্কার বিজয়ীর নোবেল ফিরিয়ে নেওয়ার আর্জি, এতকিছুর পরও বাংলাদেশে নিভছে না ঘৃণার আগুন। হিন্দু নিপীড়ন চলছেই। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার, তাঁর আইনজীবীকে মারধর, হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপককে প্রহার, হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুরের পর, এবার এক হিন্দু গৃহবধূর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।
বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের এক ঘনিষ্ঠের মা-কে। ভয়েজ অফ হিন্দুর পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। মাথা-সহ গোটা দেহে রয়েছে একাধিক কোপানোর চিহ্ন। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। অভিযোগ, খুনের পর মৃতের গলা থেকে খুলে দেওয়া হয় তুলসীবীজের মালা। নিহত মহিলার নাম চুমকিরানি দাস। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রান্ত দাসের মা।