7:30tay Saradin: SSC দুর্নীতির অভিযোগে এসইউসি উদ্যোগে মিছিল ঘিরে ধুন্ধুমার ।Bangla News
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী নার্সদের। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা। ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েন এক বিক্ষোভকারী। বিক্ষোভকারী নার্সিং চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে রিক্রুটমেন্ট বোর্ডের কোনও প্রতিনিধিকে
SSC দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিল ঘিরেও ধুন্ধুমার। সল্টলেক, শিলিগুড়িতে এসইউসির অভিযানে তুলকালাম। এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল এসইউসি কর্মীদের।
এসএসসি-তে দুর্নীতির অভিযোগে রানিকুঠিতে বিক্ষোভ বিজেপির। রানিকুঠি থেকে এনএসসি বোস রোড পর্যন্ত মিছিল। স্লোগান ছিল চোর ধরো জেল ভরো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছ দিয়ে মিছিল যাওয়ার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
হাইকোর্টের নির্দেশের পরেই পরেশ-কন্যার বেতন বন্ধ। এই মাস থেকেই অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, আজ পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের চাকরি থেকে বরখাস্ত এবং তাঁকে কত টাকা ফেরত দিতে হবে- এই সংক্রান্ত নির্দেশ তাঁরা এখনও হাতে পাননি। হাইকোর্টের নির্দেশ পেলে সেই অনুযায়ী কাজ করবে। আপাতত বেতন বন্ধের নির্দেশ পেয়েছে তারা।
এবার সিবিআই নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।