Alapan Banerjee: ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ, আজ হাইকোর্টে আলাপনের আবেদনের শুনানির সম্ভাবনা| Bangla News
ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আজ এই মামলার শুনানি হতে পারে।
গত ২৮ মে, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে রাজ্যের তত্কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বিতর্ক তৈরি হয়। ১৬ জুন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রক। কেন্দ্রের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের কলকাতা বেঞ্চে মামলা করেন আলাপন। কিন্তু এই মামলা কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে অবস্থিত প্রিন্সিপাল বেঞ্চে আনার জন্য দিল্লিতে পাল্টা মামলা করে কর্মীবর্গ মন্ত্রক। এরপর গত ২২ অক্টোবর, কর্মীবর্গ মন্ত্রকের সেই আবেদনে সাড়া দিয়েছে প্রিন্সিপাল বেঞ্চ। ২৭ অক্টোবর দিল্লিতে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চে এই মামলার শুনানির নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে, প্রিন্সিপাল বেঞ্চের মামলা স্থানান্তরের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবং দ্রুত শুনানির আবেদন করে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে। আজ এই মামলার শুনানির সম্ভাবনা।