Bengal Districts News: নয়ারহাটে ভোট প্রচারে গিয়ে বাধার মুখে বিজেপি প্রার্থী, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে | Bangla News
নয়ারহাটে ভোট প্রচারে গিয়ে তৃণমূলের বাধার মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। এক সময় মুখোমুখি বচসাতেও জড়িয়ে পড়ে দুই পক্ষ। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।
তৃণমূল যা করছে ভোট বাক্সে মানুষ তার জবাব দেবে। প্রচারে বাধা পেয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী। জণগনের ক্ষোভের প্রতিফলন। সাফাই তৃণমূলের।
জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক। মাথাভাঙা জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের কাজিরমোড় এলাকার ঘটনা। জমি বিবাদের জেরেই এমন ঘটনা বলে দাবি স্থানীয়দের।
ভয় দেখিয়ে তৃণমূল-নেতা কর্মীদের দলে টানছে তৃণমূল। মতুয়া অধ্যুষিত বিলকান্দায় প্রচারে গিয়ে অভিযোগ তুললেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। উন্নয়নে সামিল হতেই বিজেপি ছাড়ছেন অনেক নেতা-কর্মী। পাল্টা দাবি তৃণমূলের।


















