এক্সপ্লোর
Howrah Bill: 'প্রায় এক মাস বিলম্বের পর তথ্য পাঠিয়েছে সরকার', হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। Bangla News
হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। ট্যুইটারে রাজ্যপাল দাবি করলেন, প্রায় এক মাস বিলম্বের পর হাওড়া পুরবিল নিয়ে তথ্য পাঠিয়েছে রাজ্য সরকার। জগদীপ ধনকড়ের দাবি, বিল নিয়ে রাজ্যের পাঠানো তথ্যের বাস্তব ভিত্তি নেই। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বরং হাওড়া পুর বিল নিয়ে তথ্য পেশ করা সমীচিন। জগদীপ ধনকড় আরও জানিয়েছেন, এ সংক্রান্ত তথ্য রাজ্য বরং অ্যাডভোকেট জেনারেলকে দিক। তিনিই দার্জিলিং রাজভবনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে সেই তথ্য পাঠিয়ে দেবেন। রাজ্যপাল ট্যুইটে জানিয়েছেন, তিনি এখন দার্জিলিং রাজভবনেই রয়েছেন।
বাংলা
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















