এক্সপ্লোর
সঞ্জয় রাউতের বিরুদ্ধে হুমকির অভিযোগ কঙ্গনার, 'মুম্বইতে থেকে মুম্বইয়ের বিরোধিতা করছেন', দাবি শিবসেনা নেতার
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ অভিনেত্রী কঙ্গনা রানাউত। 'সঞ্জয় রাউত আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, আমি যেন আর মুম্বইতে না ফিরি', অভিযোগ কঙ্গনার। পাল্টা সঞ্জয় রাউত জানিয়েছেন, 'হুমকি আমরা দিই না। কঙ্গনা আসলে মুখ মাত্র, ওর পেছনে অন্যের 'লাউডস্পিকার' বাজছে। মুম্বইতে থেকে কীভাবে মুম্বইকে অপমান করতে পারে? প্রশ্ন সঞ্জয় রাউতের।
বাংলা
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















