Bengal Top News: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার
১. রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৯ জেলায় সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম (Petrol Price)। কলকাতাতেও দাম একশো টাকা ছুঁইছুঁই। লিটারে নব্বই টাকার ঘরে ঘোরাফেরা করছে ডিজেলের দামও (Diesel Price)। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে প্রধানমন্ত্রীকে (Prime Minister) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।
২. বাস-ভাড়া নিয়ে ময়দানে টেন্টের পর নবান্নে ফের বৈঠক। ‘আপাতত ভাড়াবৃদ্ধি নয়, বিকল্প খুঁজুন। বৈঠকে বললেন মুখ্যসচিব, খবর সূত্রের। আগে রাস্তায় বাস নামান। তারপর ভাড়া বৃদ্ধির বিষয়টি দেখা হবে, প্রস্তাব রাজ্যের।
৩. ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে (BJP KMC Abhijaan) ধুন্ধুমার। রুট বদলে যাওয়ার চেষ্টা বিজেপি নেতা-কর্মীদের। সেন্ট্রাল অ্যাভেনিউতেই মিছিল আটকে দিল পুলিশ।
৪. পুরসভার বহু আগেই বিজেপির (BJP) মিছিল আটকে দিল পুলিশ। ধস্তাধস্তিতে আহত মহিলা বিজেপি কর্মী। মহামারী আইনে সায়ন্তন, অগ্নিমিত্রা-সহ গ্রেফতার ৫৮, প্রেসিডেন্সি জেল নিয়ে যাওয়ার পরে জামিন।
৫. ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। হেরেও গা জোয়ারি করছে বিজেপি, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।