WB Police: রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল | Bangla News
জ্ঞানবন্ত সিংহের বদলে রাজ্য গোয়েন্দা প্রধান আর রাজশেখরণ। সিআইডির নতুন এডিজি হচ্ছেন আর রাজশেখরণ। মাও-আতঙ্কের মধ্যেই ঝাড়গ্রামের পুলিশ সুপার বদল। ঝাড়গ্রামের নতুন এসপি হচ্ছেন অরিজিৎ সিন্হা। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ছিলেন অরিজিৎ সিন্হা। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান হলেন বিশ্বজিৎ ঘোষকে। আপাতত এডিজি এসটিএফের দায়িত্বেই জ্ঞানবন্ত সিংহ।
চিটফান্ডকাণ্ডের তদন্তের মধ্যেই আর্থিক দুর্নীতি দমন শাখার ডিরেক্টর বদল। রাজ্য আর্থিক দুর্নীতি দমন শাখার নতুন ডিরেক্টর হলেন নটরাজন রমেশ বাবু। এডিজি প্রভিশনিং পদে পাঠানো হল ইওডব্লুর বর্তমান ডিরেক্টর জয়ন্ত বসুকে। রাজ্য দুর্নীতি দমন শাখার আইজি হলেন মনোজ বর্মা। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে মনোজ বর্মাকে বাড়তি দায়িত্ব
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)