BGBS 2025: বাণিজ্য সম্মেলনে কত টাকার বিনিয়োগ প্রস্তাব বাংলায় ? কারা করবেন কত বিনিয়োগ ?
ABP Ananda Live: 'বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব'। 'প্রচুর নতুন প্রজেক্ট বাংলায় হবে'। 'অশোকনগরে ওএনজিসিকে ৫০ একর জমি দেওয়া হয়েছে'
'অশোকনগরে দ্রুত ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে'। 'বাংলার ১.৭২ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন'। 'শিল্পের জন্য নিরাপদ জায়গা বাংলা'। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী।
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ
ট্যাটুর সূত্র ধরেই কাটা মুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ, গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হজরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হজরত লস্কর ও ওবায়দুল্লাহ্ মণ্ডল। কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ্। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহ্-র স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। মাসদুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ্। ফোন করে ডেকে পাঠিয়ে হজরতকে নৃশংসভাবে খুন করে সে, দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ওবায়দুল্লাহ্-র দাবি, তার সঙ্গে আরও একজন ছিল। যার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন জম্মু কাশ্মীরে মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বদলার জন্য নাকি, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় খুন, খতিয়ে দেখছে পুলিশ


















