Bihar Assembly: উত্তপ্ত বিহার বিধানসভা, JDU-বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা
ABP Ananda LIVE: উত্তপ্ত বিহার বিধানসভা, JDU-বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। বিহারে বাদ পড়তে চলেছে ৫২ লক্ষেরও বেশি ভোটারের নাম। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফলে বাদ যাচ্ছেন এই ভোটাররা, খবর সূত্রের। প্রায় ২১ লক্ষ ভোটার এখনও ফর্ম পূরণ করেননি। ঠিকানা বদল করেছেন ২৬ লক্ষ ১ হাজার ৩১ জন। একাধিক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে, এমন সংখ্য়া ৭ লক্ষ ৫০ হাজার ৭৪২। ১১ হাজার ৪৮৪ জনের খোঁজই পাওয়া যায়নি, খবর কমিশন সূত্রে। এই নিয়ে সকাল সাড়ে ১০টায় বিহার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভের ডাক বিরোধীদের। SIR-ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিবৃতি দাবি করেছেন বিরোধী বিধায়করা।
কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
সাতসকালে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত হয়েছেন ১১ জন। এদের মধ্যে রয়েছেন বাস ও ট্রাকের চালকও। সকাল ৭টা নাগাদ কাকদ্বীপের কামারহাটে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ১১ জন আহত হন। ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।


















