Congress in Bihar : বিহারে কংগ্রেসের বিরাট ধাক্কা, গোটা রাজ্যে জুটল মাত্র ২টি আসন !
ABP Ananda LIVE : বিধানসভা ভোটের আগে রাহুল গান্ধীর 'ভোটার অধিকার যাত্রা'ই হোক বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ভোট চুরির অভিযোগ, কাজে এল না কোনওটাই! BJP-JDU জোটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাগঠনবন্ধন! সব থেকে শোচনীয় অবস্থা কংগ্রেসের! বিহারে সিঙ্গল ডিজিটে নেমে গেল শতাব্দী প্রাচীন দল! ৬১টি আসনে লড়াই করে কংগ্রেস পেল মাত্র ৬টি আসন। আর তারপরেই বিজেপি-সহ তার সহযোগী দলগুলোর তীব্র আক্রমণ ও ব্যাঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হল রাহুল গান্ধীকে। এটা সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সাধারণ মানুষের লড়াই ছিল, প্রতিক্রিয়ায় বললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা।
আরও খবর...
ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এজরা স্ট্রিটের আগুন ভয়াবহ আকার নিল, দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে
ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত সকালে এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছেছে। দোকানের ভেতর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয় গোটা এলাকায়। আগুনের গ্রাসে চলে যায় পাশের বহুতল। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ।


















